এবার গাজা দখলের বার্তা ট্রাম্পের, কোথায় যাবেন প্যালেস্টাইনবাসী! উঠল প্রশ্ন

বঙ্গবার্তা ব্যুরো,
উন্নত, অর্থনৈতিক ভাবে শক্তিশালী গাজা ভূখন্ড বানাতে তা দখলে নেওয়ার কথা জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে হেভিওয়েট বৈঠকে নজর ছিল গোটা বিশ্বেরই। আলোচ্যসূচির শীর্ষে ছিল গাজা ভূখন্ডে হামাস জঙ্গিদের সঙ্গে ইসরায়েলের অস্ত্র বিরতি। সেখানেই ইসরায়েলের প্রধানমন্ত্রী সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে ট্রাম্প এই পরিকল্পনার কথা জানান। তিনি জানান, ইজরায়েলি এবং প্যালেস্টাইনের সংঘাতে এত দিন আমেরিকা যে নীতি নিয়ে চলেছে তা তিনি ভেঙে দেবেন।
এদিন সকলকে অবাক করে দেওয়া ঘোষণায় ট্রাম্প জানান যে গাজাকে অর্থনৈতিকভাবে উন্নত করতে চান তিনি। তবে কীভাবে তিনি উন্নতি ঘটাবেন, সে বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দেননি। মার্কিন প্রেসিডেন্ট এও জানান যে গাজা থেকে প্যালেস্টাইনবাসীদের স্থায়ী ভাবে প্রতিবেশী দেশগুলিতে পুনর্বাসন করার কথাও ভাবা হচ্ছে। তবে কী এবার গাজায় হামলা চালাবে আমেরিকা,তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
তথ্য বলছে গাজা থেকে প্যালেস্টেনীয়দের সরানোর ইচ্ছে ট্রাম্পের দীর্ঘদিনের।যদিও স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইন গোষ্ঠী হামাস তাঁর বিরোধিতা করেছে।তাঁরা বিনাযুদ্ধে গাজার জমি না ছাড়ার পক্ষে।এবার বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সেই ভাবনাই সামনে এনেছেন তিনি।প্যালেস্টেনীয়দের গাজা থেকে অন্যত্র সরানো হলে সেখানে কারা থাকবেন তার কোনও বিস্তারিত তথ্য জানান নি ট্রাম্প।তবে ট্রাম্পের বার্তা, উন্নত গাজায় হবে বিশ্বের মানুষের বাসস্থল।