ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচ ঘিরে চূড়ান্ত প্রস্তুতি

বঙ্গবার্তা ব্যুরো,
আইপিএলের সুষ্ঠ আয়োজনের ব্যস্ততা সিএবি জুড়ে। কেকেআর কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে ঘনঘন বৈঠক করলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশীষ গাঙ্গুলী।
উদ্বোধনী অনুষ্ঠান ৩৫ মিনিটের। সেখানে কারা আসছেন তার অফিসিয়াল কিছু চূড়ান্ত নির্দেশ আসেনি। সুত্রের খবর শ্রেয়া ঘোষাল এবং দিশা পাটানি আসছেন। শাহরুখ খানের সঙ্গে কোন কোন সেলিব্রিটি আসবেন তা এখনো অজানা।
৬ ই এপ্রিলের ম্যাচ আয়োজনের ব্যাপারেও কোনও সবুজ সংকেত আসেনি। সিএবি প্রেসিডেন্ট জানিয়েছেন, গতবছরও একই অবস্থা ছিল। রাম নবমীর জন্য পুলিশি সবুজ সংকেত এখনও আসেনি। আমরা বোর্ড এবং কেকেআরকে জানিয়েছি। গতবছর সূচি বদল হয়েছিল। এবারও হয়তো সেই দিকেই যাবে। তবে অনেক দিন বাকি রয়েছে। দেখা যাক কি হয়।
টিকিটের চাহিদা তুঙ্গে। তিনটি ম্যাচের জন্য টিকিটের দাম নির্ধারিত হয়েছিল। পরবর্তীতে দাম কমবে কি না সেই সম্পর্কে কোনও উত্তর মেলেনি। সব মিলিয়ে আইপিএলের ম্যাচ ঘিরে প্রস্তুতি তুঙ্গে।

11:38