দ্য হান্ড্রেড লিগে আইপিএলের রমরমা, ভারত পাক ম্যাচ নিয়ে বিতর্ক

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

আইপিএল দলগুলির রমরমা ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ লিগ। আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি এই লিগে দল কিনেছে। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে জানা যাচ্ছে, ১৮টি দলের মধ্যে কাউন্টি ক্রিকেটের বড় তিনটি দল সারে, ল্যাঙ্কশায়ার ও ওয়ারউইকশায়ারের সঙ্গে বাকি দলগুলির মধ্যে আর্থিক দিক থেকে বিস্তর তফাৎ।

এই বড় তিনটি দলের মালিকানায় মোট আয়ের ৪৪ শতাংশ। যেখানে লেস্টারশায়ার বা ডার্বিশায়ারের মতো বাকি দলগুলোকে সাহায্য করে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড।

ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, দলের ৪৯ শতাংশ মালিকানা কিনেছে কলকাতার সংস্থা আরপিএসজি গ্রুপ। বাকি অংশের মালিকানা থাকছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি দলের হাতে। ফলে আরপিএসজি তাদের গণ্ডিকে আরও বিস্তৃত করল। কয়েকদিন আগেই রিলায়েন্স ওভাল ইনভিন্সিবলের ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল ৬০.২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে, ভারতীয় মুদ্রায় যা ১৩২ কোটি টাকার আশপাশে।

দ্য হান্ড্রেডে ফ্র্যাঞ্চাইজিগুলির নাম আট শহরের নামে তৈরি করা হয়েছে। যেমন লন্ডন স্পিরিট, ওভাল ইনভিন্সিবল, ম্যাঞ্চেস্টার অরিজিনালস, বার্মিংহাম ফিনিক্স, নর্দান সুপারচার্জার্স, সাউদার্ন ব্রেভ, ওয়েলস ফায়ার ও ট্রেন্ট রকেটস।

এদিকে শুরু হতে চলেছে লেজেন্ডস লিগ।ভারতের প্রথম ম্যাচ ২০ জুলাই পাকিস্তানের সঙ্গে। অন্যদিকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শাহিদ আফ্রিদিকে। ভারত পাক ম্যাচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এই টুর্নামেন্টে গত বছর পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। এ বছর ভারতীয় দলে দেখতে পাওয়া যাবে স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, শিখর ধাওয়ানের মতো ক্রিকেটাররা রয়েছেন।

01:37