ইরানে বন্দরে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৫০০ জনেরও বেশি

Iran Bandar Explosion

Upload By K. Halder at 26th April 2025, 08:55 PM

বঙ্গবার্তা ব্যুরো,
শনিবার বিস্ফোরণে কেঁপে উঠল ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দর। ৫০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে তথ্য মিলেছে।বন্দরের এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধারকারী দল। আগুন নেভানোর চেষ্টা চলছে। ইরানের রাজধানী তেহরান থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই বন্দরটি হলো শহীদ রাজায়ি বন্দর। যেটি দেশের সবচেয়ে আধুনিক কন্টেনার বন্দর।
শহীদ রাজায়ি বন্দর হরমোজগান প্রদেশের রাজধানী বান্দার আব্বাসের তেইশ কিলোমিটার পশ্চিমে এবং হরমুজ প্রণালীর উত্তরে অবস্থিত।এখান থেকেই বিশ্ব তেলের এক-পঞ্চমাংশ সরবরাহ হয়। কন্টেনার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, তবে খতিয়ে দেখা হচ্ছে। আহতদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন তৃতীয় দফায় পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা চলছে তখনই এই বিস্ফোরণের ঘটনা ঘটল।বিস্ফোরনের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূরের জানালার কাঁচ ভেঙে যায়। কালো ঘন ধোঁয়ার মেঘ চারিদিকে ঢেকে গেছে।

01:48