বঙ্গবার্তা ব্যুরো,
বৃহস্পতিবার আমেদাবাদে বোয়িং ৭৮৭ দূর্ঘটনার পর ড্রিমলাইনারের সুরক্ষা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতির নিরিখে টাটা গোষ্ঠীর হাতে থাকা ড্রিমলাইনারের ৭৮৭-৮ এবং ৭৮৭-৯ সিরিজের সব বিমানের নিরাপত্তায় নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রক ডিজিসিএ।
নির্দেশিকায় বলা হয়েছে, যে বিমান গুলিতে জিই এয়ারোস্পেসর জেন এক্স ইঞ্জিন রয়েছে সেগুলির প্রত্যেকটি উড়ানের আগে ভালো করে পরীক্ষা করতে হবে। বর্তমানে এয়ার ইন্ডিয়ার হাতে ২৬ টি বোয়িং বিমান রয়েছে। সেগুলি খুঁটিয়ে পরীক্ষা করা হচ্ছে।

