বঙ্গবার্তা ব্যুরো,
কোনও হুমকির মুখে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসব না – এমনটাই জানিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে নতুন করে পরমাণু চুক্তি নিয়ে বারবার আলোচনায় বসার আহ্বান জানালেও কোনও চাপের নতি স্বীকার না করার বার্তা দিল তেহরান।প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন, “আপনারা যা খুশি তাই করুন।কোনও হুমকির মুখে আলোচনায় বসব না।”
গত বছর মে মাসে আইএইএর গোপন প্রতিবেদনে জানানো হয় যে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা যায় এমন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ আগের চেয়েও অনেকটা এগিয়ে নিয়ে গেছে ইরান। ফলে তারা পরমাণু অস্ত্র তৈরির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে অভিযোগ ওঠে।যদিও বারবার ইরানের তরফে দাবি করা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যেই গ্রহণ করা হয়েছে। অথচ পশ্চিমী দুনিয়ার অভিযোগ, অসামরিক কাজের জন্য এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনও যুক্তিগত কারণ নেই।
এবার ক্ষমতায় এসে ট্রাম্প নতুন পরমাণু চুক্তি করতে চাপ দিতেই নতুন করে শুরু হয়েছে দ্বন্দ্ব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করেছেন,‘‘সমস্যা সমাধান লক্ষ্য নয়, ওদের উদ্দেশ্য আধিপত্য বিস্তার করা।“ তাঁর দাবি তেহরানকে কোনও হুমকি দিয়ে আলোচনায় আনা যাবে না।
কোনও হুমকির মুখে আলোচনায় বসব না, ট্রাম্পের মুখের উপর জানিয়ে দিল ইরান
