Published by Subrata Halder, 19 June 2025, 01:40 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
পারস্য উপসাগর যাওয়ার একমাত্র সমুদ্র পথ হরমুজ প্রণালী। যার একপাশে রয়েছে ইরান, অন্যপাশে ওমান, সংযুক্ত আরব আমিরশাহি। যা পারস্য উপ সাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করে। এই পথ ধরেই জাহাজ আরব সাগরে বা ভারত মহা সাগরে প্রবেশ করে। বিশ্বের মোট জ্বালানি তেলের কুড়ি শতাংশ এই পথ দিয়ে বিভিন্ন দেশে যায়। গুরুত্ব পূর্ণ এই প্রণালীটির সবচেয়ে সরু অংশটিই ৩৩ কিলোমিটার চওড়া। যদিও জাহাজ চলাচলের পথটি আরো সরু। তাহলেও যাতায়াতকারী দুটি জাহাজের মধ্যে দু কিলোমিটার দূরত্ব থাকে।
বিশ্বের অধিকাংশ তেল আমদানি রফতানির পথ এটি। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, কুয়েত, কাতার, ইরাক, ইরান এই পথ দিয়েই তেল রফতানি করে। বিশ্বের তরল প্রাকৃতিক গ্যাস আমদানি রফতানির প্রায় ২৩ শতাংশ হয় এই পথে। ভারতকে চাহিদার বেশিরভাগ তেল আমদানি করতে হয় এই হরমুজ প্রণালী দিয়ে। তাই এই প্রণালী বন্ধ হয়ে গেলে
তেল ও গ্যাসের দাম স্বাভাবিক ভাবেই অনেক বাড়বে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ইরানের হরমুজ প্রণালী বন্ধের হুমকি তে উদ্বেগ বাড়ছে ভারত সহ অনেক দেশের।