বিজেপির হুমায়ুন দিলীপ ঘোষ? উঠছে প্রশ্ন

Is Dilip Ghosh Becoming BJP’s Humayun Kabir

বঙ্গবার্তা ব্যুরো,
দিলীপ ঘোষ কী বিজেপির হুমায়ুন কবীর হয়ে উঠছেন? শুক্রবারের পর এই প্রশ্ন বিজেপির অন্দরেই উঠতে শুরু করেছে। শুক্রবার নিজের পুরনো সংসদীয় এলাকায় এক রাস্তা সংস্কারের কাজ তদারক করতে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন।
শুক্রবারের পর শনিবারেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন। এদিন তিনি বলেন, আমি কাউকে ভয় পাই না। আমার অনুগামীরাই যথেষ্ঠ। প্রয়োজনে দল ছেড়ে দিতে পারি নিজের মেজাজ ছাড়ব না। এই মন্তব্য করে তিনি দলকেও বার্তা দিয়ে রাখলেন যে তাকে শো কজ করলেও নিজের অবস্থানে অবিচল থাকবেন।
শুক্রবারের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন আমি মেজাজ হারাই নি। কোন খারাপ কথা বলিনি। যা বলেছি ঠিকই বলেছি। কোনটা ভাল কথা আর কোনটা খারাপ তা তৃণমূলকে বুঝিয়ে দেব। এরপরেই তিনি সংবাদ মাধ্যমকে বলেন আপনারা হেডলাইন করুন,ওরা যদি আবার বাড়াবাড়ি করে তাহলে ঘর থেকে টেনে এনে মারব, না হলে চৌরাস্তায় দাঁড় করিয়ে মারব।
এদিকে শুক্রবার দিলীপের যে বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে দলেও বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। ভাইরাল ভিডিওতে দিলীপকে মহিলাদের দিকে তেড়ে যেতে দেখা গেছে, বলছেন গলা টিপে ধরব। দলের অনেকেই একে সঠিক ব্যবহার নয় বলে মন্তব্য করেছেন। দিলীপের কানেও সে কথা গেছে। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যারা ল্যাজ গুটিয়ে বাড়িতে বসে থাকে, চমকে দিলে প্যান্ট ভিজিয়ে ফেলবে তাদের কাছ থেকে আমার সার্টিফিকেট নেওয়ার দরকার নেই।

10:16