Published by Subrata Halder, 19 June 2025, 07:23 p.m.
বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
আসন্ন মরশুমে আইএসএল নিয়ে হঠাৎ করেই জটিলতা। সূত্রের খবর, আইএসএল নিয়ে ক্লাবগুলিকে সংশয়ের বার্তা এফএসডিএল এর। ফেডারেশনের সঙ্গে চুক্তি নবীকরণ না হলে আইএসএল আয়োজন করবে না এফএসডিএল। টার্মশিট স্বাক্ষরের জন্য ৩০ শে এপ্রিলের ডেডলাইন পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই।
এদিকে ফেডারেশনের মামলা ঝুলে আছে সুপ্রিম কোর্টে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও চুক্তিতে সই নয়, নির্দেশ আদালতের এফএসডিএল-এর পক্ষ থেকে বিভিন্ন ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে, চুক্তি নিয়ে জটিলতা মেটা না পর্যন্ত আগামী মরসুমের আইএসএল শুরু হবে না। ফলে লিগের ভবিষ্যৎ বিশ বাঁও জলে।
অনেকদিন ধরেই চু্ক্তি সংক্রান্ত বিষয়ে ফেডারেশন এবং এফএসডিএল এর মতানৈক্য চলছে। তার ফলেই আইএসএলের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসে এআইএফএফ-র সঙ্গে এফএসডিএল-এর চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তার পর কী হবে? চুক্তির মেয়াদ বাড়বে নাকি শেষ হয়ে যাবে, এই নিয়ে জল্পনা চলছে। ফেডারেশন কর্তাদের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছেন এফএসডিএল কর্তারা।
গত সপ্তাহে এফএসডিএলের কর্তারা আইএসএলের বিভিন্ন ক্লাবের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানেই তাঁরা বুঝিয়ে দেন, চুক্তি স্বাক্ষরিত না হলে আইএসএল আয়োজন করা সম্ভব নয়। এতে কিছু কিছু ক্লাব নিজেদের কাজকর্মের গতি কমিয়ে দিয়েছে। নতুন যেসব ফুটবলার সই করানোর কথা ছিল তাও আপাতত স্থগিত। পিছিয়ে দেওয়া হতে পারে প্রাক মরসুম প্রস্তুতিও।
এই জটিলতার ফলে এফএসডিএলের সঙ্গে এআইএফএফ কর্তাদের আলোচনা আর এগোয়নি। এদিকে এফএসডিএল নাকি কয়েকটি ক্লাবের সঙ্গে বৈঠক করে জানিয়ে দিয়েছে, ওই চুক্তি চূড়ান্ত না হলে আইএসএলের বল গড়ানো সম্ভব নয়। সমস্যা আরও আছে, সুপ্রিম কোর্ট ফেডারেশনের সংবিধান নিয়ে যতক্ষণ না নির্দেশ দিচ্ছে, ততক্ষণ এফএসডিএল-ফেডারেশন চুক্তি এগোবে না। তাই বিশবাঁও জলে আইএসএলের ভবিষ্যৎ।