ফের লেবাননে হামলা চালাল ইজরায়েল

Published By Subrata Halder, 12 June 2025, 09:47 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ফের লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাল ইজরায়েলি সেনা বাহিনী। এতে একজন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইজরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে । এক ‍বিবৃতিতে বলা হয়েছে, বুধবার দক্ষিণ লেবাননের একটি গ্রামে ইজরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটাই সর্বশেষ হামলার ঘটনা।
ইজরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, বিন্ত জেবিল জেলার বেইত লিফ শহরে ইজরায়েলি ড্রোনের হামলায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছে।
ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাড়ির উঠান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং একটি ক্ষেপণাস্ত্র একটি গাড়িতে আঘাত করেছে।
ইজরায়েলি সেনাবাহিনী পরে হামলার বিষয়টি নিশ্চিত করে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে যে, তারা দক্ষিণ লেবাননের বেইত লিফ এলাকায় হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহ রাদওয়ান ফোর্সের এক সদস্যের মৃত্যু হয়েছে। নভেম্বরের যুদ্ধবিরতির পর থেকে ইজরায়েল প্রায় প্রতিদিনই প্রতিবেশী দেশগুলোতে বোমা হামলা চালিয়ে আসছে।
এক চুক্তিতে হিজবুল্লাহ যোদ্ধাদের লিটানি নদীর উত্তরে, ইজরায়েলি সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সরে যেতে এবং দক্ষিণে সমস্ত সামরিক পরি কাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল।
ওই চুক্তির আওতায় লেবানন থেকে সৈন্য প্রত্যাহার করতেও বাধ্য হয়েছে ইজরায়েল। কিন্তু কৌশলগত উল্লেখ করে এখনও পাঁচটি অবস্থানে ইজরায়েলি সেনারা অবস্থান করছে।

01:57