ফের গাজায় হামলা চালাল ইজরায়েল, স্থলপথে লড়াইয়ের প্রস্তুতি

Israel Expands Ground Offensive in Gaza, War Resumes

বঙ্গবার্তা ব্যুরো,
গাজার উপর যেন রাগ কমছে না ইজরায়েলের। ২দিন আগেই বড়সড় হামলায় ৪৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে তথ্য দিয়ে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রক। এবার গাজায় স্থল অভিযানের পরিধি বাড়িয়েছে ইসরায়েল। গাজায় নতুন করে হামলার ফলে জানুয়ারি থেকে চলা যুদ্ধবিরতি চুক্তির কার্যত ছুটি হয়ে গেছে। উত্তর গাজা বিচ্ছিন্ন হয়েছিল আগেই।এ বার ইজরায়েলি ফৌজের গ্রাউন্ড অপারেশনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ল দক্ষিণ গাজাও।বৃহস্পতিবার মধ্য ও দক্ষিণ গাজা সংযোগরক্ষাকারী করিডরের দখল নিয়েছে ইজরায়েল সেনা।

একদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল ফের পূর্ণশক্তিতে যুদ্ধ শুরু করেছে এবং এটি তার কেবল শুরু। এরই মধ্যে গ্রাউন্ড অপারেশন শুরু হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে উত্তর গাজার বেইত হানুন সহ সামরিক বাহিনী যেসব এলাকায় যাচ্ছে সেখান থেকে মানুষজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিবিসির রিপোর্ট অনুযায়ী স্থল সীমান্তের তিন পাশের যে বিশাল এলাকাজুড়ে মানুষকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে তাতে মনে হচ্ছে যে শিগগিরই বড় আকারে একটি স্থলপথে অভিযান শুরু হতে পারে।


২০২৩-এর অক্টোবরে ইজরায়েলি সেনার গ্রাউন্ড অপারেশনে কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল উত্তর গাজা।সামরিক পর্যবেক্ষদের একাংশের ধারণা, এ বার দক্ষিণ গাজাও বিচ্ছিন্ন করতে চাইছে নেতানিয়াহুর ফৌজ।

23:38