বঙ্গবার্তা ডেস্ক,
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ ছয় সপ্তাহের জন্য সাময়িকভাবে বাড়ানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। শনিবার, যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। রমজান ও ইহুদিদের পাসওভার উৎসবের সময় এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।শনিবার থেকে গাজায় রমজান মাস শুরু হয়েছে, আর ১২ এপ্রিল থেকে পাসওভার শুরু হয়ে চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
এর আগে, ১৯ জানুয়ারি প্রথম দফায় ৪২ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময় হামাস ২৫ জন জীবিত ইজরায়েলি বন্দিকে মুক্তি দেয় এবং ৮ জনের মৃতদেহ হস্তান্তর করে। এর বিনিময়ে প্রায় দু- হাজার প্যালেস্তনেনীয় বন্দিকে মুক্তি দেয় ইজরায়েল।যদিও যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি পেয়েছে, তবে দ্বিতীয় ধাপে আগ্রহ দেখাচ্ছে না ইজরায়েল।
১ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর ইজরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, মার্কিন প্রস্তাব অনুযায়ী সাময়িক যুদ্ধবিরতি কার্যকর রাখতে তারা সম্মত। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপের ১৬তম দিন থেকেই দ্বিতীয় ধাপের আলোচনা শুরুর কথা ছিল। তবে ইজরায়েল আলোচনায় দেরি করে এবং শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার প্রতিনিধি দল পাঠায় মিসরের কায়রোয়।
কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে আলোচনা হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। ফলে গাজায় আটক থাকা বাকি বন্দিদের মুক্তির প্রক্রিয়া এবং কয়েক লক্ষাধিক ফিলিস্তিনির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। জানা গেছে, ইজরায়েল দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি নিয়ে আগ্রহী নয়। বরং তারা প্রথম ধাপের মেয়াদ আরও বাড়ানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, হামাস এ প্রস্তাবের বিরোধিতা করেছে। তাদের দাবি, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের মূল চুক্তি অনুযায়ী দ্রুত দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে হবে।
গাজায় যুদ্ধবিরতির মেয়াদ ছয় সপ্তাহের জন্য বাড়াল ইজরায়েল
