Published By Subrata Halder, 21 May 2025, 02:49 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইজরায়েল। খবর প্রকাশের পর বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। আশঙ্কা করা হচ্ছে ইজরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়বে।
বুধবার সকালেই ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ৯৭ সেন্ট বা ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৬ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৬ সেন্ট বা ১ দশমকি ৬ শতাংশ বেড়ে ৬২ দশমিক ৯৯ ডলার হয়েছে।
মার্কিনযুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইজরায়েল ইরানের পারমাণবিক রিঅ্যক্টার গুলিতে হামলার প্রস্তুতি নিচ্ছে।
তবে ইজরায়েলি নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট হয় নি।
বুধবার আইএনজি-এর কমোডিটি কৌশলবিদরা বলেছেন, এই ধরনের উত্তেজনা শুধু ইরানের জ্বালানির যোগানকেই নয়, বরং বৃহত্তর অঞ্চলজুড়ে তেল সরবরাহকে ঝুঁকির মুখে ফেলতে পারে।
ইরান তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক-এর তৃতীয় বৃহত্তম উৎপাদক এবং ইজরায়েলের সম্ভাব্য হামলা সে দেশ থেকে জ্বালানির প্রবাহ বিঘ্নিত করতে পারে। আর তার বৃহত্তর প্রভাব পড়বে বিশ্ব বাজারে পেট্রো পণ্যের ক্ষেত্রে।