ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছিল ইজরায়েল, সাড়া দিলনা ওয়াশিংটন

Published By Subrata Halder, 15 June 2025, 08:46 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছিল ইজরায়েল। তবে ওয়াশিংটন এখনই সেই অনুরোধে সাড়া দিতে নারাজ। গত ৪৮ ঘণ্টায় ইজরায়েল এই অনুরোধ জানালেও মার্কিন প্রশাসন বিষয়টি বিবেচনা করে নি। সংবাদ সংস্থা অ্যাক্সিওস এই তথ্য জানিয়েছে টাইমস অব ইজরায়েল।
ইজরায়েল ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইজরায়েল চায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে যুক্ত হোক এবং বিশেষ করে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা ধ্বংসে সহায়তা করুক। ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূপৃষ্ঠের অনেক গভীরে অবস্থিত, যেখানে হামলা চালানো ইজরায়েলের পক্ষে কঠিন। এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইজরায়েল কী করবে, তা আটকানো সম্ভব নয়। তবে আমরা এখনো বিশ্বাস করি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান সম্ভব। যদি ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসে। এদিকে, হোয়াইট হাউস সূত্রের খবর, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফোর্ডো কেন্দ্রে হামলা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্প এর আগে ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছিলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে, তবে বর্তমানে এমন কোনো পদক্ষেপ বিবেচনায় নেই।

06:08