ইরানের পাল্টা মিসাইল হামলার আশঙ্কা, জনগণকে সতর্ক করলো ইজরায়েল

Published By Subrata Halder, 15 June 2025, 08:49 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরান আগামী দিনে ভূমি থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করল ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এক সংবাদিক সম্মেলনে আইডিএফ এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, চ্যালেঞ্জিং দিন আসছে সামনে। আগামী দিনগুলোতে আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং আঘাতের আশঙ্কা রয়েছে। তিনি জানান, ইজরায়েলি বিমান বাহিনীও এক মুহূর্তের জন্য হামলা থামাচ্ছে না। ডেফরিন বলেন, এই মুহূর্তেও আমরা তেহরানে ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছি। ইরানের পারমাণবিক কর্মসূচি ও সামরিক সক্ষমতার ওপর আঘাত বাড়াচ্ছি, যাতে ঘরোয়া ফ্রন্টে ঝুঁকি কমানো যায়।
এই বিবৃতিতে স্পষ্ট হয়ে উঠেছে, পরিস্থিতি এখন অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং সামনের দিনগুলিতে সংঘাত আরও গভীর হতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, পরিস্থিতি অনুযায়ী তারাও অবস্থান বদলাবেন। শুক্রবার শুরু হওয়া ইজরায়েলি হামলার পর এটি ছিল আরাগচির প্রথম প্রকাশ্য বক্তব্য এবং তেহরানে কূটনীতিকদের সামনে দেওয়া এই মন্তব্যে তিনি স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, যদি আগ্রাসন বন্ধ হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও বন্ধ হবে। তবে আরাগচির এই মন্তব্যের পর ইজরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রবিবারও ইরানের বিভিন্ন অঞ্চলে ইজরায়েলি হামলা জারি রয়েছে।

11:57