ইরানের প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতরে ইজরায়েলের হামলা

Published By Subrata Halder, 15 June 2025, 09:34 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রকের সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। ইসফাহানের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে, ওই হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি মূল্যায়ন করা হচ্ছে বলে বলেও জানিয়েছেন ডেপুটি গভর্নর মি. সালেহি। শনিবার রাতে ইরানি গণমাধ্যমগুলির খবরে বলা হয়েছিল যে, তেহরানের নোবোনিয়াদ এলাকাতেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল।
একই দিনে ইরানের পাল্টা হামলায় ইজরায়েলের কমপক্ষে ১০ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। এদিকে, ইরানের সামরিক কেন্দ্রগুলির আশপাশের এলাকা থেকে সরে যাওয়ার জন্য সাধারণ ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছে ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। রবিবার সমাজ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে এই আহ্বান জানানো হয়েছে। যেসব ব্যক্তি ইরানের সামরিক অস্ত্র উৎপাদন কারখানা বা এতে সহায়তাকারী প্রতিষ্ঠান বা সেগুলোর আশপাশের এলাকায় অবস্থান করছেন, তাদের অবিলম্বে ওই এলাকাগুলো ছেড়ে যাওয়া উচিত, পোস্টে উল্লেখ করেছে আইডিএফ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকায় তাদেরকে ফিরে না আসারও আহ্বান জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

01:17