উত্তর গাজার সব বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইজরায়েলি সেনা, আরো ৬০ জনের মৃত্যু

Published by Subrata Halder, 10 June 2025, 07:58 p.m.

বঙ্গবার্তা ব্যুরো,
উত্তর গাজায় সামরিক অভিযান আরও জোরদার করেছে ইজরায়েল। সংবাদমাধ্যম আল জাজিরা জানাচ্ছে, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে উত্তর গাজার সীমান্তবর্তী শহর ও গ্রামগুলি, যেমন বেইত লাহিয়া, জাবালিয়া ও বেইত হনুন এলাকার সব বাড়িঘর ও ভবন ধ্বংস করছে ইজরায়েলি বাহিনী।
একই ধরনের হামলা গাজা শহর সংলগ্ন এলাকাগুলিতেও চলছে। এই সব এলাকায় ইউরোপীয় হাসপাতালের আশপাশের স্থানে আরো জোরদার অভিযান চালাচ্ছে ইজরায়েলি বাহিনী।
এদিকে, গাজায় ইজরায়েলি বাহিনীর হামলায় সোমবার কমপক্ষে ৬০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১৪ জন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ এর ত্রাণকেন্দ্রের কাছে প্রাণ হারিয়েছেন।
এদিন গাজার মধ্যাঞ্চলে জিএইচএফের একটি ত্রাণকেন্দ্রে সহায়তা নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের গুলি চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এতে অন্তত দুজন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলার কয়েক ঘণ্টা আগেই দক্ষিণ রাফাহতে জিএইচএফের অপর এক ত্রাণকেন্দ্রের সামনে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর হামলায় ১৪ জনের মৃত্যু হয়।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইজরায়েলের আক্রমণে এ পর্যন্ত অন্তত ৫৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ২৬ হাজারের বেশি। এছাড়া, নিখোঁজ আরও কয়েক হাজার মানুষ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। ফলে সব মিলিয়ে গাজার পরিস্থিতি রক্ত, উদ্বেগ ও উত্তেজনায় কাঁপছে।

09:29