Published by Subrata Halder, 09 June 2025, 10:31 pm
বঙ্গবার্তা ব্যুরো,
গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিল ইজরায়েল। জাহাজের নাবিক ও কর্মীদের নিয়ে যাওয়া হচ্ছে ইজরায়েলে। ইজরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই খবর জানানো হয়েছে। গাজা উপকূল থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে জাহাজ টিকে থামনো হয়। জাহাজে গাজার মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা নিয়ে যাওয়া হচ্ছিল। যারা ইজরায়েলের অবরোধের কারণে চরম দুর্ভিক্ষের মুখে পড়েছে।
গত ২ রা মার্চ থেকে ইজরায়েল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ জারি করে, যা আন্তর্জাতিক চাপের মুখে কিছুটা শিথিল হলেও এখনো ব্যাপকভাবে কার্যকর রয়েছে। চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৫৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
‘ম্যাডলিন’ গত ১ জুন ইতালির সিসিলি থেকে যাত্রা শুরু করে। এর ঠিক এক মাস আগে গাজাগামী আরেকটি ত্রাণবাহী জাহাজ ইজরায়েলি ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
জাহাজটিতে রয়েছেন পরিবেশ ও জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গসহ ১২ জন মানবাধিকারকর্মী।
অন্যদিকে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে ইতালির রাজধানী রোমে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের দাবি, এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৩ লক্ষ মানুষ।
সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারকে কঠোরভাবে সমালোচনা করেন।
পদযাত্রার আয়োজন করে বিরোধী দলগুলি। পদযাত্রা শুরু হয় পিয়াচা ভিতোরিও ইমানুয়েল দ্বিতীয় থেকে এবং শেষ হয় ঐতিহাসিক সান জোভান্নি ইন লাতেরানো গির্জার সামনে।
আয়োজকরা জানান, হাজার হাজার মানুষ যুদ্ধবিরোধী ব্যানার নিয়ে রোমের রাস্তায় নেমে আসেন।