বঙ্গবার্তা ব্যুরো,
ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা করল জাতিসংঘের মানবাধিকার দফতর । ২৩ শে জুন এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন বলে মত প্রকাশ করেছে জাতি সংঘ।
জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র থামিন
আল খিতান জেনেভায় সাংবাদিকদের বলেন, এভিন কারাগার কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়। তাই সেখানে হামলা করা আন্তর্জাতিক মানবাধিকার আইন ভঙ্গ করার সামিল। হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত না জানালেও ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে। ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এভিন কারাগারের বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আইন লঙ্ঘন করে ইরানের কারাগারে হামলা চালিয়েছে ইজরায়েল, ক্ষোভ আন্তর্জাতিক মহলে:
