Published By Subrata Halder on 2nd April 2025 at 01:57pm
বঙ্গবার্তা ব্যুরো,
লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পেশ করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজেজু। সংসদের উভয় কক্ষে এই বিল পাশ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। কেন্দ্রের বিজেপি সরকার এই বিল পাশ হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই বিলটি সংসদে পেশ করা হয়েছে বলেই রাজনৈতিক মহলের বক্তব্য।
সব সংশয় দূর করে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ পেশ করেছে। এদিন বেলা বারোটা কুড়ি মিনিট নাগাদ বিল পেশ করেন মন্ত্রী কিরণ রিজিজু।
বিজেপির সব শরিক দল মঙ্গলবারই স্পষ্ট করে দেয় তারা এই বিল সমর্থন করবে। চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জেডিইউ এই বিল সমর্থন করার জন্য তাদের সাংসদদের জন্য হুইপ জারি করেছে। একইভাবে পবন কল্যাণের দলও এই বিল সমর্থন করার জন্য দলীয় সাংসদের নির্দেশ দিয়েছে।
অন্যদিকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডি এম কে, ওয়াই এস এস আর, আরজেডি এই বিলের বিরোধিতায় সরব। তবে বিল পাশ হওয়া তারা রখতে পারবে না বলেই নিশ্চিত বিজেপির রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ বিজেপি বিল পাশের জন্য প্রয়োজনীয় সমর্থন সংখ্যা জোগাড় করে নিয়েছে।