নিউটাউনে আইটিসির আইটি ক্যাম্পাস, কর্মসংস্থানের সুযোগ:

বঙ্গবার্তা ব্যুরো,


নিউটাউনে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে আরো সুযোগ তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় জানান, আইটিসি লিমিটেডের বিশ্বমানের আইটি ও আইটিইএস ক্যাম্পাসের জন্য নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি অকুপেন্সি সার্টিফিকেট জারি করেছে। ক্যাম্পাসটি নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি তে তৈরি করা হচ্ছে। যেখানে প্রায় ১৭ হাজার একর জমি পশ্চিমবঙ্গ হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা হিডকো তাদের দিয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, এই ক্যাম্পাসে রয়েছে তিনটি মূল ভবন একটি উচ্চতম অফিস টাওয়ার, একটি বাণিজ্যিক সহায়তা কেন্দ্র এবং একটি বিশেষজ্ঞ নলেজ সেন্টার। এই তিনটি ভবনের মোট নির্মিত পরিসর প্রায় ১৪.৫ লক্ষ বর্গফুট। ইতিমধ্যেই এই পরিকাঠামো নির্মাণ সম্পূর্ণ হয়েছে এবং আনুমানিক ১২০০ কোটি টাকার বিনিয়োগে গড়ে উঠেছে এই প্রকল্প। এই প্রকল্প থেকে সরাসরি পাঁচ হাজারের বেশি পেশাদার কর্মী নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। কর্মসংস্থানের এমন সুযোগ এই রাজ্যের তরুণ সমাজের কাছে এক নতুন আশার বার্তা বয়ে আনবে বলেই মনে করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী তার বার্তায় জানিয়েছেন।

এই সাফল্যের ফলে নিউ টাউনে দ্রুততর গতিতে এই আইটি ক্যাম্পাসটি কাজ শুরু করবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ যে ক্রমেই দেশের ও আন্তর্জাতিক প্রযুক্তি নির্ভর সংস্থাগুলির কাছে বিনিয়োগের অন্যতম পছন্দের গন্তব্য হয়ে উঠছে, তা আরও একবার প্রমাণিত হল।