যাদবপুরে বারান্দা থেকে মেয়েকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে

পীযূষ চক্রবর্তী,
নারী দিবসের দিনেই বাবার অত্যাচারের শিকার মেয়ে।শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে যাদবপুরের আনন্দপল্লিতে। ছাদ থেকে ১৫ বছরের মেয়েকে ঠেলে ফেলে দেওয়ার ফলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই নাবালিকা। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, যাদবপুর থানা এলাকার আনন্দপল্লি এলাকার বাসিন্দা ওই নাবালিকা তিন তলার বারান্দা থেকে হঠাৎই পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় সে লুটিয়ে পড়ে। প্রতিবেশীরা এসে দেখেন রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ওই নাবালিকা। তাকে তড়িঘড়ি স্থানীয় এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশীদের দাবি, বাবার সঙ্গে চিৎকার শুনতে পাচ্ছিলেন তারা। বাবাই ওই নাবালিকাকে বারান্দা থেকে ঠেলে ফেলে দিয়েছেন। অভিযুক্ত চিন্ময় গোপকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে তিনি এই ঘটনা ঘটালেন পুলিশ তা জানার চেষ্টা করছে।