পীযূষ চক্রবর্তী,
অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)-র বৈঠক ঘিরে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার ওই বৈঠকে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ডিন অফ স্টুডেন্টস-সহ একাধিক আধিকারিককে ঘেরাও করেন এসএফআইয়ের সমর্থকরা। এসএফআইয়ের ঘেরাও কর্মসূচির প্রতিবাদে পাল্টা অরবিন্দ ভবনের বাইরে বিক্ষোভ দেখায় অন্য ছাত্র সংগঠনগুলি। ক্রমেই অস্থিরতা তৈরি হয় বিশ্ববিদ্যালয় চত্বরে।
ফেব্রুয়ারির শেষের দিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইসিসি-তে ছাত্র প্রতিনিধি বাছাই করার জন্য ভোটাভুটি হওয়ার কথা। এসএফআইয়ের দাবি, এখনই ছাত্র সংসদ নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। তার পরে হবে বৈঠক। সেই কারণে এদিন এসএফআই বিক্ষোভ দেখায়। গত কয়েক বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্রভোট হয়নি। এত দিন পর্যন্ত ছাত্র সংসদের প্রতিনিধিরাই এই কমিটিতে জায়গা পেতেন। ২০২০ সালে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ওই সময়ের ছাত্র প্রতিনিধিরাই এখনও কমিটিতে রয়েছেন। এদিন আইসিসির নির্বাচন নিয়েই বৈঠক হচ্ছিল। ডিন-সহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিকেরা ওই বৈঠকে ছিলেন। তখনই বিক্ষোভ দেখায় এসএফআই। বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি চলে দীর্ঘক্ষণ।
ছাত্র সংগঠনগুলির বিক্ষোভে আবারও উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয়
