যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও এক পড়ুয়া

পীযূষ চক্রবর্তী,
যাদবপুর কাণ্ডে আরও এক ছাত্রকে বুধবার রাতে গ্রেফতার করল পুলিশ। শৌন্যদীপ নামে ওই ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসাবাদের পর দর্শন বিভাগের প্রথম বর্ষের ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় চত্বরে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে থানায় এফআইআর হয়। সেই মামলাতেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়ে শৌন্যদীপকে গ্রেফতার করে পুলিশ। এর আগেও দুবার তাকে তলব করেছিল পুলিশ। শৌন্যদীপের গ্রেফতারির প্রতিবাদে যাদবপুর থানার সামনে জমায়েতের ডাক দিয়েছেন পড়ুয়ারা।
শিক্ষাবন্ধুর অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় পুলিশ এর আগে আরও একজনকে গ্রেফতার করেছিল। সাহিল আলি নামে ওই পড়ুয়া অবশ্য বুধবারই আলিপুর আদালত থেকে জামিন পেয়েছেন। উল্লেখ্য, ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েব কুপার একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে গেলে তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তার সঙ্গে থাকা দুটি কনভয়ের গাড়িও ভাঙচুর করার অভিযোগ উঠে এসএফআইয়ের বিরুদ্ধে। চরম উত্তেজনা তৈরি হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ওইদিনই রাতে তৃণমূলপন্থী কর্মী সংগঠন শিক্ষাবন্ধুর অফিসেও ভাঙচুরের অভিযোগ উঠেছিল। ওই মামলাতেই এদিন শৌন্যদীপকে গ্রেফতার করেছে পুলিশ।