বঙ্গবার্তা ব্যুরো সন্দীপ সুর
ছবি- বিসিসিআই
বার্মিংহাম টেস্টের জয়ের দুয়ারে ভারত। এই টেস্টে কার্যত চালকের আসনে রয়েছে ভারতীয় দল। কিন্তু ভালো খেলার মধ্যেও বিতর্ক যাচ্ছেনা বিশেষ করে এবার বিতর্কে কেন্দ্রবিন্দুতে রবীন্দ্র জাদেজা। তাঁর ধীর ব্যাটিং নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তার ধীরগতির ব্যাটিং নিয়ে সমালোচনা করেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেন এবং মাইক আথারটন। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে, যখন গিল ১৬১ রান করে দাপুটে ব্যাটিং করছেন এবং ঋষভ পন্ত ৫৮ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন, তখন জাদেজা রীতিমতো রক্ষণাত্মক খেলতে শুরু করেন। ওই সেশনে ৬৮টি বল খেলে মাত্র একটি চার মারেন জাদেজা।
গৌতম গম্ভীর যেখানেই দ্রুত ব্যাট চালানোর কথা বলেছিলেন সেখানে যাদের ইনিংস ছিল কোচের কথার পরিপন্থী।
এদিকে প্রথম টেস্টে একাধিক ক্যাচ ফস্কে সমালোচিত হলেও দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের পর কিন্তু সবার মন জিতে নিলেন জয়সওয়াল।
শনিবার এজবাস্টনে খেলা শেষ হওয়ার পর যশস্বী দেখা করেন এক খুদে ভক্তের সঙ্গে। রবি নামে ১২ বছরের বালকটি দৃষ্টিহীন। এর আগে হেডিংলে টেস্টের সময়ই যশস্বীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল রবি। এজবাস্টনেই তাঁর স্বপ্ন পূরণ হল যশস্বীর সঙ্গে দেখা করে। মাঠের বইরের এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে বিসিসিআই।
এদিকে কপিল শর্মার শোয়ে গিয়েও ভারতীয় দলের সাজঘরের অজানা কথা ফাঁস করেন গম্ভীর। সঞ্চালক দর্শকদের উদ্দেশ্য করে প্রশ্ন করেন, ভারতীয় দলে সবচেয়ে বেশি ‘দাবিদাওয়া’ কার? সঙ্গে সঙ্গে এক দর্শক বলেন, “আমার মনে হয় হার্দিক পাণ্ডিয়া।” গম্ভীরও এই কথার সঙ্গে সহমত। তাঁর কথায়জ, ও তো জামাই আদর চায়। সেভাবেই সবসময় ঘুরে বেড়ায়।” গম্ভীরের কথায় সকলেই হেসে ওঠেন।