মেগা ধারাবাহিকের তালিকায় প্রথম স্থানে উঠে এলো জগদ্ধাত্রী

Upload By K. Halder at 24th April 2025, 05:52 PM

বঙ্গবার্তা ব্যুরো,
সাপ্তাহিক টি আর পি তালিকা আসতেই চমক। সবাইকে চমকে দিয়ে জি বাংলার জগদ্ধাত্রী তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে। শুধু প্রথম স্থান পাওয়াই নয়, নম্বরও বেড়েছে এই ধারাবাহিকের।


দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই দুই ধারাবাহিক। ‘ফুলকি’ এবং পরিনীতা। টানা ১৪ সপ্তাহ এক নম্বরে থাকা ‘পরিণীতা’ গত সপ্তাহে তার জায়গা হারায়। এবার তাই সকলের জানার আগ্রহ ছিল যে ‘পরিণীতা’ তার হারানো জায়গা ফিরে পেল কিনা ? দেখা গেল এবারেও এই ধারাবাহিক রয়েছে দু নম্বর স্থানে।


তৃতীয় স্থানে ‘পরশুরাম’। শুরুর সময় থেকেই এই সিরিয়ালকে পছন্দ করছেন দর্শক। চতুর্থ স্থানে রয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। এই ধারাবাহিকও বেশ কয়েক সপ্তাহ প্রথম পাঁচেই নিজের জায়গা ধরে রাখতে পেরেছে। এ সপ্তাহে পঞ্চম স্থানে আছে ‘গীতা এল এল বি’।


ছয়ে আছে দুটি সিরিয়াল। ‘গৃহপ্রবেশ’ এবং ‘চিরদিনই তুমি যে আমার’। এক সময়ের শীর্ষ স্থানে থাকা ধারবাহিক ‘কথা’ অনেক চমক দিয়েও হারানো জায়গা ফিরে পাচ্ছে না। এ সপ্তাহে তার জায়গা হয়েছে সাতে। আট নম্বরে চিরসখা। নয়ে কোন গোপনে মন ভেসেছে। আর দশে রয়েছে দুটি ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ এবং ‘রোশনাই’

09:32