Upload By K. Halder at 23th April 2025, 07:04 PM
বঙ্গবার্তা ব্যুরো,
অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে ঘিরে বাড়ছে আগ্রহ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে বিপুল জনসমাগম হবে, তা আগেভাগে অনুমান করেছে, রাজ্য প্রশাসন। তাই ভিড় সামলাতে ও যান নিয়ন্ত্রণের জন্য এবার রাজ্য মন্ত্রিসভা ১০০ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ছাড়পত্র দিল।
২৯ শে এপ্রিল যজ্ঞ এবং ৩০ শে এপ্রিল মন্দির উদ্বোধনের অনুষ্ঠান, এই দু দিন ধরেই এখন থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে রাজ্য। জেলা প্রশাসন জানাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা অনুষ্ঠানের রূপরেখা নিজে তৈরি করছেন। দিন কয়েক আগে নবান্নে প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, এই অনুষ্ঠান হবে রাজ্য তথা দেশের গর্বের এক মাইলফলক। সেই কারণেই কোনওরকম বিশৃঙ্খলা বা অব্যবস্থা যেন না হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যসচিব, ডিজি-সহ পাঁচ মন্ত্রী আগেভাগে দীঘায় পৌঁছে যাবেন। থাকবেন অনেক শিল্পপতি । সেইজন্য যান চলাচল নিয়ন্ত্রণ, যানবাহন ব্যবস্থাপনা ও লোকজন সামলানো এই সব কিছুই সামলাবে নতুন নিযুক্ত সিভিক কর্মীরা। তাদের দায়িত্ব হবে অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা বজায় রাখা ও প্রশাসনিক নির্দেশ মেনে চলা। স্থানীয়দের থেকেই এই একশো জন সিভিক ভলেন্টিয়ারকে নিয়োগ করা হবে।
তবে এই নিয়োগ শুধু এই অনুষ্ঠামের জন্য, না কি আগামী দিনে জগন্নাথধামকে কেন্দ্র করে দীঘায় পর্যটকদের নিয়মিত ভিড় সামলাতেও তারা নিযুক্ত থাকবেন, সে বিষয়ে এখনও প্রশাসনের তরফে জানা যায়নি।
রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগ আসলে মুখ্যমন্ত্রীর বৃহত্তর পরিকল্পনার অংশ। শুধু অনুষ্ঠান নয়, জগন্নাথধাম ঘিরে ভবিষ্যতের দিঘা যে নতুন রূপ পাবে, সেই পরিকাঠামোও গড়ে তোলার সূচনা এটি।
জগন্নাথ মন্দির উদ্বোধনকে সামনে রেখে এবার একাধিক স্তরে প্রস্তুত রাজ্য প্রশাসন।