জগদিপ ধনকরের পদত্যাগ পত্র গৃহীত, নতুন উপরাষ্ট্রপতি কে ? জল্পনা তুঙ্গে

বঙ্গবার্তা ব্যুরো,

মোটামুটি ভাবে জীবনের সর্বোচ্চ পদ থেকে যে ভাবে সাধারণ মানুষের মধ্যে নেমে এলেন, তাতেও তাকে ঘিরে জল্পনা ও বিতর্ক পিছু ছাড়ছে না। কারণ তিনি জগদিপ ধনকর।
বাদল অধিবেশনের প্রথম দিনেই সারা দিন সভা পরিচালনার পর সন্ধ্যায় তিনি সটান উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন। ফলে রাজ্য সভার চেয়ারম্যানপদ ও শূন্য হলো।

বিতর্ক পিছু ছাড়ছে না ধনকর কে নিয়ে। কারণ পশ্চিমবঙ্গের রাজ্যপাল থাকা কালীন বারবার রাজ্য সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য রুটিন মাফিক হয়ে দাঁড়িয়েছিল।
শপথবাক্য পাঠ, বিলে সই না করা এমন অনেক ইস্যু নিয়ে রাজ্যের সরকার তার তীব্র বিরোধীতা করেছে। এমনকি উপরাষ্ট্রপতি পদে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভোট পর্যন্ত বয়কট করেছিল তৃনমূল কংগ্রেস।

কিন্তু কি এমন ঘটলো যে বিজেপি ও আরএসএসের কাছের মানুষ বলে পরিচিত ধনকর পদত্যাগ করতে বাধ্য হলেন। বিরোধী রাজনৈতিক দলের সাংসদ দের দাবী, রাজ্যসভায় ধনকর নিরপেক্ষ নয় বিজেপির পক্ষ নিয়ে সভা চালাতেন। তার নজির অনেক আছে

যেমন ২০২৪ এ এক প্রশ্নের উত্তরে সভার মধ্যে আরএসএসের প্রশংসা করা বা ওই বছরই
৪২ জন বিরোধী সাংসদকে সভা থেকে বহিস্কার করা এমন বহু নজির ধনকর তার রাজ্যসভার অধ্যক্ষ পদে নজির গড়েছেন তবু তাকে সরতে হলো। নিশ্চয়ই এর পিছনে বড়ো কোনো রহস্য লুকিয়ে আছে দাবী কংগ্রেসের।

তবে কারো মতে সম্প্রতি বিচার ব্যবস্থা সম্পর্কেও অনেক বিতর্কিত মন্তব্য করেছেন ধনকর,
যা বিচার ব্যবস্থার সঙ্গে প্রশাসনের সংঘাত তৈরি করেছিল। এই সবের মধ্যে থেকে
ধনকরের সরে যাওয়া নিঃসন্দেহে নতুন বিতর্ক জাগিয়ে দিয়ে গেলো। কারণ এমন নজির তার আগে অন্যকোন উপরাষ্ট্রপতি তৈরি করতে পারেন নি। পাশাপাশি নতুন উপরাষ্ট্রপতি কে হন তা নিয়েও চলছে জল্পনা।

08:58