Upload By K. Halder at 12th March 2025, 04:23 PM
বঙ্গবার্তা ব্যুরো,
মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ডের পর এবার ভারতে আসছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ।২১ এপ্রিল ভারতে আসতে পারেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।জেডি ভ্যান্সের এই ভারত সফরে তাঁর সঙ্গে আসবেন স্ত্রী উষাও।প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসাবে মার্কিন সেকেন্ড লেডি হয়েছেন তিনি।
জে ডি ভ্যান্স,উষা ভ্যান্স তাদের সন্তানদের নিয়ে ২১ এপ্রিল থেকে ভারত সফরে আসছেন।ভ্যান্স এবং তার পরিবারের শিমলা, হায়দরাবাদ, জয়পুর এবং দিল্লি ভ্রমণের পরিকল্পনা রয়েছে।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজেরও একই সময়ে ভারতে আসার সম্ভাবনা রয়েছে। ভ্যান্স এবং ওয়াল্টজ দুজনেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
ট্রাম্পের শুল্ক নীতির পটভূমিতে এই দুই শীর্ষ মার্কিন নেতার ভারত সফরকে গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। ভ্যান্সের ভারত সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, কৌশলগত অংশীদারিত্ব এবং বাণিজ্যিক আলোচনা মূল এজেন্ডা হবে বলে মনে করা হচ্ছে।মার্কিন ভাইস প্রেসিডেন্টের উপস্থিতিতে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ নিতে পারে বলেই আশা করা হচ্ছে।
অন্যদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ তার সফরের সময় ভারত-মার্কিন ট্রাস্ট (ট্রান্সফরমিং দ্য রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি) উদ্যোগের অধীনে সহযোগিতার কথা জানাবেন যা গত মাসেই প্রধানমন্ত্রী মোদী এবং রাষ্ট্রপতি ট্রাম্পের মধ্যে আলোচনার পর ঘোষিত হয়েছিল। জানা গেছে এই সফরে ওয়াল্টজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা করবেন এবং সম্ভবত বিদেশমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।