Upload By K. Halder at 20th March 2025, 06:34 PM
বঙ্গবার্তা ব্যুরো,
চার দিনের সফরে সোমবার ভারতে আসছেন মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্স। তবে এই সফরে উপ রাষ্ট্রপতির সঙ্গে আসছেন তার ভারতীয় বংশোদ্ভুত স্ত্রী উষা ভান্স এবং তাদের সন্তানেরা। ভ্যান্সের সঙ্গে পেন্টাগন ও স্টেট ডিপার্টমেন্টের অন্তত পাঁচজন উচ্চপদস্থ কর্তা থাকবেন বলে জানা গেছে। সকাল ১০টায় দিল্লীর পালাম বিমানবন্দরে পৌঁছবেন ভান্স। বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন মন্ত্রী ও সচিব পর্যায়ের প্রতিনিধিরা। পৌঁছানোর কিছু পরেই, ভ্যান্স ও তার পরিবার স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির পরিদর্শন করবেন।
সোমবার সন্ধ্যা সাড়ে ছ’টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভ্যান্সের দ্বিপাক্ষিক বৈঠকের সূচি রয়েছে। যেখানে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির দ্রুত নিস্পত্তি এবং দু দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে। বৈঠকে ভারতের পক্ষে থাকবেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা।
এদিন সন্ধ্যায় প্রধানমন্ত্রীর তরফে, নৈশ ভোজ সপরিবারে আইটিসি মৌর্য শেরাটন হোটেলে। চার দিনের সফরে সপরিবারে ভান্স, আগ্রা, জয়পুর সহ বিভিন্ন দর্শনীয় স্থান দেখবেন।
কয়েকটি বিষয় নিয়ে দু দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা। তবে তার মধ্যে ট্রাম্পের শুল্ক নীতি ও বাংলাদেশের সংখ্যা লঘু নিপীড়ন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।