প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক জেডি ভ্যান্সের, ভারত মার্কিন বাণিজ্যের দিশা নির্ধারণে গুরুত্ব

JD Vance India Visit Trade Talks

Upload By K. Halder at 21th March 2025, 10:45 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ভারতের চার দিনের সফরে এসে সোমবার সন্ধ্যেতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে বৈঠক করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।এই বৈঠক এমন এক সময়ে হচ্ছে যখন ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার জন্য উন্নত পর্যায়ের আলোচনায় রয়েছে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

এই বৈঠকের পর প্রতিনিধি দলের স্তরে আলোচনা হয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ১০% শুল্কের উপর অতিরিক্ত ২৬% শুল্ক আরোপ করেছেন।তবে বর্তমানে নতুন ‘পারস্পরিক’ শুল্ক ৯০ দিনের জন্য ‘স্থগিত’ রেখেছেন।


হোয়াইট হাউস জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন ভারতের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।পাশাপাশি আমেরিকা এমন একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহী, যা বিশ্বের বৃহত্তম পণ্য উৎপাদনকারী দেশ চিনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ধাক্কা কিছুটা কমাতে পারে।তবে ভারত স্পষ্ট করে দিয়েছে যে, তারা কোনো চুক্তির জন্য তাড়াহুড়ো করবে না।প্রধানমন্ত্রী মোদি ও জেডি ভ্যান্সের বৈঠকের পর এই সপ্তাহেই নির্দিষ্ট খাতে বাণিজ্য আলোচনা হবে বলে জানা গেছে।

মে মাসের শেষ নাগাদ বাণিজ্য আলোচনা শেষ করার জন্য একটি নতুন লক্ষ্য নির্ধারণ করা হতে পারে। প্রযুক্তি, উৎপাদন, অটোমোবাইল ও শক্তি খাতে যুক্তরাষ্ট্র থেকে বিনিয়োগ বৃদ্ধির দিকেও নজর রাখছে ভারত।