একক ক্যারিয়ারেও চমক, বিটিএসের জিমিনের সোলো সিঙ্গেল ‘হু’ রেকর্ড গড়ল স্পটিফাইতে

Jimin WHO Spotify record

Upload By K. Halder at 22th April 2025, 02:34 PM

বঙ্গবার্তা ব্যুরো,
ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে বিটিএসের জিমিনের সোলো সিঙ্গেল ‘হু’। এটি হল জিমিনের দ্বিতীয় সোলো অ্যালবাম “মিউজ”-এর প্রধান সিঙ্গেল, যা ২০২৪ সালের জুলাই মাসে রিলিজ হয়েছিল।বিটিএস থেকে বিরতি নিয়ে একক ক্যারিয়ারেও চমক দেখাচ্ছেন কে-পপ তারকা জিমিন। গত বছরের ১৯ জুলাই অ্যালবামের গান ‘হু’ প্রকাশ করে রীতিমতো আলোচনার ঝড় তুলেছেন এই তারকা।


জিমিন তার সোলো সিঙ্গেল “হু” এর মাধ্যমে স্পটিফাইতে আরও একটি অভাবনীয় রেকর্ড গড়েছেন। মাত্র ২৭০ দিনে এই গানটি ১.৬ বিলিয়ন প্লে অর্জন করেছে, যা তাকে এশিয়ান আর্টিস্ট হিসেবে সবচেয়ে কম সময়ে এই মাইলফলক ছুঁতে সাহায্য করেছে।গানটি ডিজিটাল প্ল্যাটফর্মে একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। স্পটিফাইয়ে ‘হু’ শুনতে বুঁদ হয়ে পড়ছেন শ্রোতারা। এশীয় শিল্পীদের মধ্যে রেকর্ড গড়েছেন তিনি।এই গানটি বিলবোর্ড হট ১০০-এ ১৪ নম্বরে ডেবিউ করেছিল এবং সেখানে ৩৩ সপ্তাহ থেকে বিটিএসের নিজস্ব রেকর্ড ভেঙে দিয়েছে।


কোরীয় সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড জানিয়েছে, এশীয়দের মধ্যে সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশিবার কোনো একক গান শোনার রেকর্ড জিমিনের দখলে।গায়কির পাশাপাশি গীতিকার ও নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত জিমিন। তিনি ২০১৩ সালে বিটিএসের সঙ্গে যুক্ত হন।

00:58