তৈরি জুরেল, চতুর্থ টেস্ট খেলতে পারবেন? উত্তর দিলেন পন্থ নিজেই

বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর

ছবি- সোশ্যাল মিডিয়া

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে ব্যাট করছেন।লিডস টেস্টে দু’ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। লর্ডসেও চোট পাওয়া আঙুল নিয়ে প্রথম ইনিংসে ৭৪ রান করে যান। কিন্তু যেহেতু তাঁর আঙুলে চোট রয়েছে, তাই ওল্ড ট্র্যাফোর্ডে পন্থকে দিয়ে টানা কিপিং করানো হবে কি না, সন্দেহ রয়েছে।
সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, অনুশীলনে একা একা ফুটবল খেলছেন তিনি। ফিল্ডিং অনুশীলন করতেও দেখা যাচ্ছে তাঁকে। সব শেষে দেখা যায়, নেটে ব্যাট করছেন পন্থ। এক বারও তাঁকে দেখে মনে হয়নি, আঙুলে কোনও সমস্যা হচ্ছে। এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই পন্থ লিখেছেন, যদি নৈশব্দ্যের কোনও শব্দ থাকে, তা হলে সেটা এটাই।

ধ্রুব জুরেলকেও তৈরি রাখা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাঠে গত বছর যে জুরেল টেস্ট অভিষেকে সফল হয়েছিলেন, তার একটা বড় কারণ তাঁর টেকনিক। যে টেকনিক তাঁকে অনায়াস ছন্দে আক্রমণ ও ডিফেন্স করতে সাহায্য করে।

যে টেকনিকের কারণে তাঁর ব্যাটিং দেখলে বড় আশ্বস্ত লাগে।লর্ডস টেস্টে ঋষভ পন্থের আঙুলে চোট লেগেছিল। সেকারণে তাঁকে মাঠের বাইরে যেতে হয়েছিল। দ্বিতীয় ইনিংসে পন্থের জায়গায় ধ্রুব জুরেলকে উইকেট কিপিং করতে দেখা যায়। যদিও ব্যাটিং অবশ্যই করেন। এবার ম্যানচেস্টার টেস্টে পন্থ উইকেটকিপিং করতে পারেন কি না, আপাতত সেটাই দেখার।

07:38