আবার কৈলাস মানস সরোবর যাত্রা, অনলাইন রেজিস্ট্রেশন শুরু

Kailash Mansarovar Yatra 2025 registration

Upload By K. Halder at 27th April 2025, 08:03 AM

বঙ্গবার্তা ব্যুরো,
পাঁচবছর পর ফের শুরু হতে চলেছে কৈলাস ও মানস সরোবর যাত্রা। এই বছরের জুন থেকে আগস্ট মাস পর্যন্ত কৈলাস মানস সরোবর যাত্রা ২০২৫ শুরু করতে চলেছে বিদেশ মন্ত্রক । লিপুলেখ পাস দিয়ে পাঁচটি এবং নাথুলা পাস দিয়ে দশটি ব্যাচের যাত্রার আয়োজন করা হবে। জানা গেছে প্রতিটি ব্যাচে ৫০ জন তীর্থযাত্রী থাকবেন।বিদেশ মন্ত্রকের তরফ থেকে ইতিমধ্যেই যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু করে দেওয়া হয়েছে। আবেদন করার ব্যবস্থা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে । কৈলাস ও মানস সরোবর যাত্রার জন্য আপনাকে kmvn.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
ওয়েবসাইটে বলা হয়েছে যে উত্তরাখণ্ড রুটের জন্য প্রায় ১,৭৪,০০০ টাকা এবং সিকিম রুটের জন্য যাত্রী পিছু ২,৮৩,০০০ টাকা নেওয়া হবে। তবে এবার লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ শেষ হওয়ায় উত্তরাখণ্ড হয়ে যাওয়া তীর্থযাত্রীদের আর হেঁটে যেতে হবে না। লিপুলেখ পাস পর্যন্ত রাস্তা তৈরির কাজ শেষ হয়েছে। শুধুমাত্র সীমান্ত পার হতে তীর্থযাত্রীদের প্রায় ১ কিলোমিটার হেঁটে পাড়ি দিতে হবে। তীর্থযাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে রাস্তাঘাট, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুৎ, পানীয় জল সরবরাহ ইত্যাদির মতো প্রাথমিক পরিকাঠামোগুলির সংস্কার করা হয়েছে। আর পেহেলগামের ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে সরকার।

08:18