Published by Subrata Halder, 10 June 2025, 08:02 p.m.
বঙ্গবার্তা ব্যুরো,
আগামী ১৯ জুন নদীয়া জেলার ৮০ কালিগঞ্জ বিধানসভার কেন্দ্রের উপ নির্বাচন। ১৮৮১ সালের এন আই আ্যক্টের ২৫ নম্বর ধারা অনুযায়ী ওই দিন কালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান, অধিগৃহীত সংস্থা, কর্পোরেশন ও পুরসভা সমেত স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি কার্যকর হবে। সেই মোতাবেক ১৯৫১ সালের রিপ্রেজেন্টশন অফ দ্য পিউপিল আ্যক্ট এর ১৩৫ বি শাখা বর্ণিত সমস্ত কর্মচারী তথা ভোটারদের সবেতন ছুটির কথা ঘোষণা করা হয়েছে। সকল বাণিজ্য প্রতিষ্ঠান, দোকান বাজার, অর্থনৈতিক প্রতিষ্ঠান এবং শিল্পের সঙ্গে যুক্ত কর্মীরা ওই সুবিধা পাবেন। দৈনিক মজুরি বা চুক্তিবদ্ধ কর্মীরা ভোটাধিকার প্রয়োগ করবেন। উল্লেখ্য, যদিও কোনওভাবে পুনর্নির্বাচন হয় তো সে ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর হবে নিয়ম অনুসারে। আজ নবান্নে রাজ্য অর্থ দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকা জারি করা হয়েছে।