সোমবার চালু হচ্ছে দর্শনার্থীদের জন্য কালীঘাট স্কাইওয়াক

Published By Subrata Halder on 13 April 2025 at 04:30pm

বঙ্গবার্তা ব্যুরো,
সোম্বার খুলে যাচ্ছে কালীঘাট স্কাইওয়াক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর উদ্বোধন করবেন। পয়লা বৈশাখ উপলক্ষ্যে এই স্কাইওয়াক খুলে দেওয়া হচ্ছে। এই স্কাইওয়াক তৈরি করতে খরচ হয়েছে ১০০ কোটি টাকা। কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররাই এর নির্মাতা।
পুরসভা সূত্রে জানা গেছে ২০২১ এর অক্টবরে এর কাজ শুরু হয়েছিল। প্রাথমিক ভাবে সময় ধরা হয়েছিল ১৮ মাস। কিন্তু একাধিকবার সেই সময়সীমায় কাজ শেষ করা যায় নি।
পুর কর্তাদের বক্তব্য এই স্কাইওয়াক তৈরিতে অনেক সমস্যা ছিল। একে তো প্রচন্ড জনবহুল এলাকা। প্রায় ২৪ ঘন্টাই এখানে লোকসমাগম। তাই কাজের সময় পাওয়া ছিল বড় চ্যালেঞ্জ। তার ওপর ইলেক্ট্রিকের লাইন, হাইটেনশন লাইন, মাটির নীচের জলের এবং পয়ঃপ্রনালীর পাইপ। এত কিছু সরানো এবং সাধারণ জনজীবন সচল রেখেই এসব করতে হয়েছে। এখানে পুরোন গ্যাসের লাইনও ছিল। তাও খুব সাবধানে সরিয়ে ফেলতে হয়েছে।
মাটি থেকে সাড়ে ছফুট উঁচুতে এই স্কাইওয়াক। ৬০টা পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে। স্কাইওয়াক চওড়ায় প্রায় ১০ মিটার আর লম্বা ৫০০ মিটারের মত। সন্ধ্যের পর এখানে রঙিন আলো জ্বলে উঠবে।

15:03