বঙ্গবার্তা ব্যুরো,সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
আইএসএলের ভবিষ্যৎ নিয়ে জট এখনও কাটেনি। এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা নেই। যে কারণে আগামী মরশুমের আইএসএল নিয়ে ডামাডোল অব্যাহত। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ক্লাবদের নিয়ে আলোচনাতে বসে ফেডারেশন।
এদিনের বৈঠকে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। ফেডারেশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, লিগ শুরুর আগে সুপার কাপ হবে। এআইএফএফের সভাপতি দাবি করেন, আইএসএল হবেই। তবে পাশাপাশি জানিয়ে রাখা হয়, আইএসএল হোক বা অন্য কোনও লিগ, শীর্ষস্তরের একটি লিগ হবেই। ক্লাবগুলো সুপার কাপ খেলতে রাজি হয়েছে, তবে শর্ত একটাই, লিগ হওয়ার নিশ্চয়তা থাকতে হবে।
বৈঠকের পর কল্যাণ চৌবে বলেন, “আইএসএলের ক্লাবগুলো যাতে যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায় তাই সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সুপার কাপ আয়োজন করা হবে। দেশের স্বার্থে ফেডারেশন এবং আইএসএলের ১৩টি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আবার ৭-১০ দিনের মধ্যে বৈঠকে বসা হবে।
ফেডারেশন কাপের বদলে ২০১৮ থেকে সুপার কাপ শুরু হয়েছে। বেশিরভাগ সময় এই টুর্নামেন্ট হয়েছে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে। শুধুমাত্র ২০২৩ সালে সুপার কাপ কেরলে হয়েছে। শেষবারের টুর্নামেন্টে এফসি গোয়া জিতেছিল।
কোন ক্লাব কীভাবে তাদের ফুটবলার বা কর্মীদের বেতন দেবে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এ নিয়ে আমরা কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারি না। বিশ্বের যে কোনও সেরা লিগে এটাই নিয়ম।