বঙ্গবার্তা ব্যুরো,
রাজ্যসভার সদস্য হতে যাচ্ছেন অভিনেতা কমল হাসান। তামিলনাড়ুর ডি এম কে তাঁকে এই পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে। দলের পক্ষ থেকে এই প্রস্তাব নিয়ে অভিনেতার সঙ্গে দেখা করেন ডি এম কে নেতা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য পি কে শেখর বাবু।কমল হাসানের নিজের আলোয়ারপেটের অফিসে দু জনের সাক্ষাৎ হয়।দুজনের এই সাক্ষাৎকে সৌজন্য মুলক বলে জানানো হয়েছে।
অভিনেতা হিসেবে দেশজোড়া খ্যাতি রয়েছে কমল হাসানের। অভিনয়ের পাশাপাশি তিনি সক্রিয় রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন ২০১৮ সালে। নিজের দলও গড়েন। মাক্কাল নিধি মাইয়াম বা এম এন এম নামে দল তৈরি হয়। ২০১৯ এর লোকসভা এবং ২০২১ এর রাজ্য বিধানসভা নির্বাচনে একাই লড়ে কমল হাসানের এম এন এম। কিন্তু কোনও সাফল্য পান নি। এরপরে ২০২৪ এর লোকসভা নির্বাচনে তিনি ডি এম কে তথা ইন্ডিয়া জোটকে সমর্থনের কথা ঘোষণা করেন। সেই সময়ই ডি এম কে তাঁকে রাজ্যসভার আসন দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
রাজ্যসভায় যাচ্ছেন কমল হাসান
![](https://bangobarta.com/wp-content/uploads/2025/02/hq720.jpg)