Upload By K. Halder at 27th April 2025, 02:38 PM
বঙ্গবার্তা ব্যুরোল,
অভিনেতা কাঞ্চন মল্লিক গুরুতর অসুস্থ। টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে এ রকমই রটে গিয়েছিল। কারণ ভর্তি হয়েছিলেন নার্সিং হোমে। তাই নিয়েই শুরু হয় জল্পনা। তবে এবার কাঞ্চন ও তার স্ত্রী দুজনেই সত্য প্রকাশ করলেন।
কাঞ্চনের স্ত্রী স্বামীর অসুস্থতা নিয়ে বিবৃতি দিয়েছেন, আবার কাঞ্চও ভিডিও বার্তা প্রকাশ করেছেন। স্ত্রী শ্রীময়ী জানিয়েছেন গুরুতর অসুস্থ নন, তবে অসুস্থ হয়েছিলেন কাঞ্চন।
কাঞ্চন জানিয়েছেন এই গরমে টানা শুটিং চলছিল রক্তবীজ ২ এর। টানা কাজ করতে করতে তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন । তবুও শুটিং বন্ধ করেন নি। শেষ পর্যন্ত আর পারেন নি। ভর্তি হতে হয় নার্সিং হোমে। এমনিতে তিনি হাসপাতাল, না্র্সিং হোম এড়িয়ে চলেন কিন্তু শরীর একেবা্রে চলছিল না। প্রচন্ড বমি এবং সঙ্গে ডায়রিয়া। বাধ্য হয়েই ভর্তি হতে হয় নার্সং হোমে। তবে একদিন সেখানে কাটিয়েই, বন্ড সই করে ফের যোগ দিয়েছেন শুটিং এ।
তার সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন কাঞ্চন।