হাসপাতালে ভর্তি করণ জোহরের মা!

হাসপাতালে ভর্তি করণ জোহরের মা। আম্বানিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁকে দেখতে হাসপাতালে এসেছিলেন ফ্যাশন ডিজাইনার, তথা করণের ঘনিষ্ট বন্ধু মণীশ মালহোত্রা। এদিন একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে করণ জোহর এবং মণীশ মালহোত্রা হাসপাতালে ঢুকছেন। রিপোর্টে জানানো হয়েছে মুম্বইয়ের আম্বানি হাসপাতালে ভর্তি আছেন হিরু জোহর। এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়, ‘করণ জোহর এবং তাঁর প্রিয় বন্ধু মণীশ মালহোত্রাকে আম্বানি হাসপাতালে দেখা গেল। হিরু জোহরকে দেখতে এসেছিলেন তাঁরা। গতকাল ওঁকে ভর্তি করা হয়েছে। দ্রুত আরোগ্য কামনা করছি ওঁর।’ শনিবার বিকেলে করণ জোহর এবং মণীশ মালহোত্রার গাড়িকে হাসপাতালের ভিতর ঢুকতে দেখা যায়।