করিনা কাপুরের ক্রাশ ছিলেন এক বিখ্যাত রাজনৈতিক নেতা, নাম জানলে চমকে যাবেন

Kareena Kapoor’s Secret Crush Was a Famous Politician!

বঙ্গবার্তা ব্যুরো,
করিনা কাপুর, বলিউডের বহু চর্চিত এই নায়িকার এক সময়ের ক্রাশ কে ছিলেন জানেন? শুনলে চমকে যাবেন। নামে বিখ্যাত হলেও তিনি সিনেমা দুনিয়ার কেউ নন।আসলে করিনা কাউকে পছন্দ করেন, এটাই খবর।এক সময় তার আর শাহিদ কাপুরের প্রেম কাহিনী নিয়ে কম চর্চা হয় নি। তাঁদের ঘনিষ্ঠতা এমন জায়গায় পৌঁছেছিল যে অনুরাগীরা তো বটেই, তাঁদের পরিবারও এই সম্পর্ককে পরিণতি পাবে বলেই ভেবেছিলেন।‘যব উই মেট’ নায়ক নায়িকার বাস্তবের ছাড়াছাড়ি কিন্তু অনেকেই মেনে নিতে পারেন নি।
এই মুহূর্তে করিনা কাপুর খান ও সইফ আলি খান।বলিউডের অন্যতম দাপুটে জুটি।সইফ আলি খানের সঙ্গে বিয়ের পর করিনা সাধারণত শাহিদের প্রসঙ্গে মুখ খুলতে চাননি। অতীত নিয়ে কথা বলা তিনি বিভিন্ন জায়গায় এড়িয়েই চলতেন।তবে নিরবতা ভেঙে কিছুদিন আগে জানিয়েছিলেন যদিও তাঁদের পথ আলাদা হয়ে গিয়েছে, তবু করিনার শুভকামনা রয়ে গিয়েছে শাহিদের প্রতি।
তবে সইফ বা শাহিদ নয়, করিনা এক সময় তাকিয়ে থাকতেন এক রাজনৈতিক নেতার দিকে। সিমি গাড়োয়ালের অনুষ্ঠানে করিনা জানিয়েছিলেন, সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন।আর ওই অনুষ্ঠানে তিনি এটাও জানিয়েছিলেন যে প্রায়ই রাহুলের ছবির দিকে অপলকে তাকিয়ে থাকেন।

04:53