Upload By K. Halder at 9th March 2025, 05:17 PM
পীযূষ চক্রবর্তী,
চাকরিহারাদের ডিআই অফিস অভিযানে উত্তপ্ত হয়ে উঠল কসবা। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ উঠেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষিকা। বুধবার বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার ডিআই অফিসেও স্মারকলিপি জমা দেওয়ার ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তবে আগাম সতর্ক ছিল পুলিশ। তাই ডিআই অফিসে যাতে চাকরিহারারা ঢুকতে না পারেন তার জন্য গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল।
মোতায়েন ছিল প্রচুর পুলিশ সংখ্যক পুলিশ। এদিন কসবার ডিআই অফিসে স্মারকলিপি জমা দিতে আসেন চাকরিহারারা। তারা এসে দেখেন গেটে তালা ঝুলছে। তালা ভাঙার চেষ্টা করলে পুলিশ তাদের বোঝানোর চেষ্টা করেন। তাদের ফিরে যাওয়ার কথা বলা হয়। তখনই গেটের তালা ভাঙার চেষ্টা করেন চাকরিহারাদের একাংশ। সেই সময় তাদের ওপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন।
তাদের মধ্যে দু একজনের অবস্থা গুরুতর। মুখ্যমন্ত্রী বারবার চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। তারপরেও পুলিশের এই লাঠিচার্জ কেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইতিমধ্যেই বিরোধী দলগুলির পক্ষ থেকে পুলিশের এই ভূমিকার নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।