পুলুয়ামার ছয় বছর পর কাশ্মীরে বড়সর জঙ্গী হামলা, ২৮ জনের মৃত্যুর আশঙ্কা, আহত অনেক

Kashmir terrorist attack Pahalgam 2025

Upload By K. Halder at 23th April 2025, 07:45AM

বঙ্গবার্তা ব্যুরো,
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের জঙ্গী হামলায় অন্তত ২৮ পর্যটকের মৃত্যুর আশঙ্কা, আহত অনেক। মৃতদের মধ্যে এক জন বাঙ্গালী নাম বিতান অধিকারী। তিনি বৈষ্ণবঘাটার বাসিন্দা। আহত অনেক। পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ে হামলার পর ৬ বছরে এত বড় জঙ্গী আক্রমণ হয়নি। প্রাথমিক ভাবে এর পিছনে লস্কর এ তৈবা জঙ্গীদের হাত রয়েছে বলে মনে করছে সেনা বাহিনী। পহেলগাঁওয়ের ৬ কিলোমিটার আগে বৈষরন উপত্যকা যেটি মিনি সুইজারল্যান্ড বলে জনপ্রিয় সেখানে পর্যটক ভর্তি একটি রিসর্টে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গীরা। তার আগে ধর্মীয় পরিচয় জানতে চায় তারা। এর পরেই অন্তত ৮০ রাউন্ড গুলি চালায়। ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জম্মু-কাশ্মীরে পৌঁছন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।জানা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর এবং কাশ্মীর যাওয়ার আগে অমিত শাহ তাঁর বাসভবনে একটি জরুরি বৈঠক ডাকেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, সিআরপিএফের ডিরেক্টর জেনারেল, জম্মু কাশ্মীর পুলিশের ডিরেক্টর জেনারেল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্তারা।
এই জঙ্গী হামলা এমন সময়ে ঘটল যখন উপত্যকায় পর্যটনের চূড়ান্ত মরশুম শুরু হতে চলেছে।জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে বেশ জনপ্রিয় পহেলগাঁও। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক বেড়াতে আসেন। এছাড়া এই বছরের অমরনাথ যাত্রার প্রস্তুতিও চলছে। ৩৮ দিনের এই তীর্থযাত্রা ৩ রা জুলাই থেকে শুরু হবে দুটি রুটে।
জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানিয়েছেন, এই হামলা সাম্প্রতিক বছরগুলিতে ঘটে যাওয়া যেকোনও ঘটনার তুলনায় অনেক বড়। তিনি বলেন, সাধারণ নাগরিকদের উপর এত বড় হামলা আমরা গত কয়েক বছরে দেখিনি। আক্রমণকারী
জঙ্গীদের খোঁজে তল্লাশি অভিযান চলছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার।

12:09