বঙ্গবার্তা ব্যুরো,
পহেলগামে জঙ্গি হামলার পর ভয়হীন ভূস্বর্গ কিছুটা থমকে গিয়েছিল ঠিক ই। কিন্তু প্রধানমন্ত্রীর কড়া প্রতিক্রিয়া ও ভারতীয় সেনার কঠোর মনোভাব ও জোরদার নিরাপত্তা ব্যবস্থায় যে সকল পর্যটকরা কাশ্মীরে এসেছিলেন তারা কিন্তু ললচক বা ডাল লেকের মত নিরাপদ বেড়ানোর জায়গা গুলিতে বেড়াচ্ছেন। বিদেশী পর্যটকরা নির্ভয়ে কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী। তবে সন্ধ্যার পর কিন্তু কাশ্মীরের ছোট বড় কোনো রাস্তা বা চৌকি জন শুন্য।

আজও সেনা বাহিনীর জঙ্গী আবাস গুঁড়িয়ে দেওয়ার অভিযান চলছে। জাতীয় নিরাপত্তা সংস্থা সেদিনের হামলার ঘটনায় প্রমাণ খুঁজে পর্যালোচনা করছেন। পর্যটকরা কেউ কেউ জানাচ্ছেন হাতে স্টেনগান থাকলেই অন্যকে গুলি
করে মারলেই জিহাদ হয়না। জিহাদীরা একদিন নিশ্চিহ্ন হবে বেঁচে থাকবে প্রেম ও ভালোবাসা এবং মানবতা যা চোখের সামনে পাসার নিয়ে আসে কাশ্মীরের প্রকৃতি। তাই পর্যটকরা কাশ্মীর থেকে মুখ ঘুরিয়ে নেবেনা।