আপ বিধায়ক ভাঙানোর অভিযোগ কেজরিওয়ালের

Kejriwal's Security Withdrawal Sparks Political Controversy


বঙ্গবার্তা ব্যুরো,
দিল্লি বিধানসভা ভোটের ফল বেরনোর আগেই দল ভাঙানোর চেষ্টার অভিযোগ তুললেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে বিজেপি। দিল্লি বিধানসভা ভোটে জয়ের মুখ্য দাবিদার এই দুই দলের পরস্পরের বিরুদ্ধে দোষারোপের আবহে ফল প্রকাশের আগেই তেতে উঠেছে রাজধানীর রাজনীতি।
৭০ আসনের দিল্লি বিধানসভার ভোটের ফল গণনা হবে কাল অর্থাৎ শনিবার। তার আগেই আম আদমি পার্টির বিধায়ক কেনার চেষ্টা করছে বিজেপি, এই অভিযোগ তোলেন কেজরিওয়াল। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করেন তিনি। তাঁর অভিযোগ আপের ১৬ জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের মন্ত্রী করার সঙ্গে ১৫ কোটি টাকা দেওয়া হবে বলে প্রস্থাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি তাঁর আরও অভিযোগ, বুথ ফেরত সমীক্ষার নামে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে। কিছু এজেন্সিকে দিয়ে এই ধরণের সমীক্ষা করা হয়েছে বলেও তাঁর অভিযোগ।কেজরিওয়ালের প্রশ্ন বিজেপি যদি ভাল ব্যবধানে জিতবে তাহলে বিধায়ক কেনার প্রস্থাব দেওয়া হচ্ছে কেন।
কেজরির অভিযোগের জবাব দিতে দেরি করেনি বিজেপি শিবির। সব অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এই নিয়ে আইনি পদক্ষেপের কথাও বলেছেন তাঁরা।