নিজের কেন্দ্রেই হারলেন কেজরিওয়াল, পরাজয়ের কারণ বললেন ‘গুরু’ আন্না

Kejriwal Defeated: Anna Hazare on the Reasons Behind the Loss

বঙ্গবার্তা ব্যুরো,

রাজ্য হাতছাড়া হয়েছে৷ এবার নিজের আসনও ধরে রাখতে পারলেন না আরবিন্দ কেজরিওয়াল৷ ভোটে হার আম আদমি পার্টি প্রাধানের৷ জঙ্গপুর কেন্দ্রে মাত্র ৬০০ ভোটে হেরে গেলেন দিল্লির শিক্ষাব্যবস্থাকে একেবারে ঢেলে সাজানো মণীশ সিসোদিয়াও৷ কেজরিওয়ালের পরাজয়ের খবর পৌঁছতেই এবার মুখ খুললেন ‘গুরু’ আন্না৷

দুর্নীতি বিরোধী নেতা হিসেবে উত্থান হওয়া সেই উচ্চশিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির IIT খড়গপুর ফেরত কেজরিওয়ালের বিরুদ্ধেই উঠেছে দুর্নীতির অভিযোগ৷ ২০১১ সালে আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে কেজরিওয়াল ভিড়ের মধ্যে থেকেও আলাদা করে নজর কেড়ে নিয়েছিলেন৷ কেজরির খুব সাধারণ জীবনযাপন চলে এসেছিল আমআদমির চর্চায়৷ কিন্তু, ১৪ বছরেই যেন বদলে গেল ছবিটা৷ আবগারি মামলা থেকে শিশমহল বিতর্কের জড়িয়ে দিল্লির আস্থা হারালেন কেজরিওয়াল৷ শুধুই কি দিল্লির মানুষের আস্থা হারালেন? আস্থা হারিয়েছেন ‘গুরু’রও৷

দিল্লির বিধানসভা নির্বাচনের ফল নিয়ে আন্না সংবাদসংস্থাকে জানিয়েছেন, ‘‘আমি প্রথম থেকে বলছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে প্রার্থীর চরিত্র ও জীবনচর্চা হতেই হবে নিষ্কলঙ্ক৷ ত্যাগ থাকতে হবে৷ অপমান হজম করার শক্তি থাকতেই হবে৷ তবেই তিনি বিশ্বাসের মানুষ হতে পারবেন৷ আমি এ কথা বার বার বলে এসেছি৷ কিন্তু ওঁর মাথায় ঢোকেনি৷ মদ এল, টাকা এল৷ ধন-দৌলতে ভেসে গেল৷’’