কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তে চাপানউতোর

Arvind Kejriwal

বঙ্গবার্তা ব্যুরো,


দিল্লি বিধানসভা ভোটের দুসপ্তাহ আগে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব পুলিশ।ঠিক ভোটের প্রাক্কালে অরবিন্দ কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসে দাঁড়িয়েছে।পাঞ্জাব পুলিশ তাদের তরফ থেকে কেজরিওয়ালের নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করার পর থেকেই আম আদমি পার্টি (আপ) বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসার আখ্যা দিয়েছে।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ প্রধান কেজরিওয়ালের উপর সাম্প্রতিক সময়ে দু’বার হামলার অভিযোগ উঠেছে, যা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলা হয়েছে।আসলে দিল্লির পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্র যা সরাসরি নিয়ন্ত্রিত হয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে।কিন্তু বিজেপির উপর ভরসা করতে না পেরে পাশের রাজ্য পাঞ্জাবের আপ সরকার কেজরিওয়ালকে বাড়তি নিরাপত্তা দিত।দিল্লি পুলিশ এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানায়।তাদের বক্তব্য, পাঞ্জাব পুলিশের কর্মীরা কেজরির সঙ্গে থাকায় বিভ্রান্তি তৈরি হচ্ছে।এমন পরিস্থিতিতে পাঞ্জাব পুলিশের এই সিদ্ধান্ত আপকে প্রবলভাবে ক্ষুব্ধ করেছে।


বিজেপি এবং আপের মধ্যে এই ইস্যুটি নিয়ে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। আপ নেত্রী আতীশী মারলেনার সরাসরি অভিযোগ, কেন্দ্রীয় সরকারের নেতৃত্বাধীন বিজেপি ইচ্ছাকৃতভাবে ভোটের আগে কেজরিওয়ালের নিরাপত্তা ইস্যুকে কাজে লাগিয়ে রাজনৈতিক প্রতিহিংসার চেষ্টা করছে।এই ঘটনা দিল্লি বিধানসভা ভোটে নতুন রাজনৈতিক উত্তাপ যোগ করেছে, যা ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। বিষয়টি এখন নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের কী পদক্ষেপে গড়ায়, সেদিকেই নজর থাকবে।