বঙ্গবার্তা ব্যুরো , সন্দীপ সুর
ছবি এআইএফএফ
মন ভরাতে পারলেন না কিন্তু গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দিলেন এটাই, খালিদের প্রথম ম্যাচের ক্যাচ লাইন।২০২৫ কাফা নেশনস কাপের প্রথম ম্য়াচে ভারত খেলতে নেমেছিল। খালিদের কোচিং এ ভারতীয় দলের প্রথম ম্যাচ। তাজিকিস্তানের বিরুদ্ধে এই ম্য়াচে ভারতীয় দল দল ২-১ গোলে জিতল। আগামী ১ সেপ্টেম্বর ইরানের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তবে তার আগে এই জয় যে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে, সেটা আর আলাদা করে বলার দরকার পড়ে না।
জয় দিয়েই ভারতীয় দলের কোচিং ইনিংস শুরু করলেন খালিদ। ৪-৪-১-১ ছকে খেলা শুরু করেছিলেন ভারতের নতুন কোচ খালিদ। বিক্রম প্রতাপ সিংহ ও ইরফান ইয়াদওয়াদকে সামনে রেখে দল নামিয়েছিলেন তিনি। খেলার শুরু থেকে আক্রমণের ঝাঁজ বেশি ছিল ভারতের। ৪ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন আনোয়ার। উভাইসের লম্বা থ্রো বক্সের মধ্যে ভেসে এলে হেডে গোল করে যান আনোয়ার।উবেইসের লম্বা থ্রোয়ে প্রথমে হেড করেন সন্দেশ। সেই বল বারে লাগলেও ফিরতে বলে গোল করেন আনোয়ার। ১-০ এগোয় ভারত।
১৩ মিনিটের মাথায় ফের গোল। এবার আনোয়ারের ক্রস। মাথা ছোঁয়ালেন রাহুল ভেকে। সেটা গোল লাইন থেকে ফিরতেই জালে বল জড়িয়ে দেন আরেক ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘান। যদিও এরপর খেলায় ফিরল তাজাকরা। ম্য়াচের ২৩ মিনিটে তাজিকিস্তানের হয়ে ব্যবধান কমালেন তাজিক ফুটবলার শাহরোম সামিয়েভ।
প্রথমে সুরেশ সিং ওয়াংঝামকে পরাস্ত করেন পাশানবে। এরপর তিনি বলটা বোবোয়েভের দিকে পাঠান। বোবোয়েভ বলটা বক্সের মধ্যে সামিয়েভকে কার্যত সাজিয়ে দিয়েছিলেন। তিনি বক্সের ভিতর সন্দেশ ঝিংগানকে পরাস্ত করেন। ৭০ মিনিটের মাথায় বক্সে সইরভকে ফাউল করেন বিক্রম। পেনাল্টি পায় তাজিকিস্তান। ঠিক তখনই গোলের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান গুরপ্রীত। সইরভের শট বাঁচিয়ে দেন তিনি।

