বঙ্গবার্তা ব্যুরো, সন্দীপ সুর
ছবি- সোশ্যাল মিডিয়া
বুধবার ডুরান্ড কাপের মেগা সেমিফাইনালে ডায়মন্ড হারবার খেলতে নামবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই চমক দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। গ্রুপ পর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পায়। শেষ ম্যাচে মোহনবাগানের বিরুদ্ধে হারলেও কোয়ার্টার ফাইনালে স্থান করে নিতে অসুবিধা হয়নি ডায়মন্ড হারবারের।
সেমিফাইনালে ধারে–ভারে দুই অনেক পার্থক্য। কিবু ভিকুনার হাতে মাত্র দুই বিদেশি। আরও দুই বিদেশি ব্রাইট ও সানডের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেলেও ভিসা সমস্যায় তারা আসেননি। এই পরিস্থিতিতে কোর্তাসা আর লুকাকে রেখেই টিম সাজাতে হবে কিবুকে। মির্শাদ, সাইরুয়াতকিমা, জবি, নরহরি শ্রেষ্ঠা, রবিলাল মান্ডি, হোলিচরণ নার্জারিরা দিয়েই দল গঠন করতে হবে।
গত দুই মরশুম ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছে তারা। মোহনবাগানের প্রাক্তন কোচ কিবু বিকুনিয়ার অধীনে রীতিমতো দৌড়চ্ছে ডায়মন্ড হারবার। এ বারে লুকা মাজসেনের মতো বিদেশিদের নিয়ে আরও শক্তিশালী দল গড়েছে তারা।এবার ডুরান্ড কাপের ফাইনাল খেলার হাতছানি তাদের সামনে।
ডুরান্ড সেমিফাইনালে খেলতে নামার আগে প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনে আসেন ডায়মন্ড হারবার এফসি হেড কোচ কিবু ভিকুনা ও ফুটবলার জবি জাস্টিন। ম্যাচ নিয়ে কিবু বলেন, ‘ফুটবলে সবকিছু সম্ভব। ম্যাচটা ১১ জন প্লেয়ারের মধ্যে। যেই দল ভালো খেলবে তারাই জিতবে। ইস্টবেঙ্গলের মতো আমরাও ভালো দল। আমরা ভালো না হলে এখানে আসতাম না। আপনারা ডায়মন্ড হারবারকে নিয়ে কিছুই জিজ্ঞাসা করছে না। ইতিহাস সাক্ষী আছে, ফুটবলে সবসময় সেরা দল জেতে না।’