অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিম জং উনের উত্তর কোরিয়ায়

বঙ্গবার্তা ব্যুরো,

ছবি- সোশ্যাল মিডিয়া

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি মিসাইল পরীক্ষা করলো উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন করে দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আরো অস্থিরতা তৈরি করেছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের তত্ত্বাবধানে শনিবার ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি।

অনন্য প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই ক্ষেপণাস্ত্র দুটি তৈরি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ক্ষেপণাস্ত্র গুলি ক্রুজ মিসাইল, ড্রোনসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম । তবে এর বাইরে ক্ষেপণাস্ত্র দুটি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়া।
এমন এক সময়ে উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

আরো পড়ুন:

দুর্গাপুজোর আগেই উৎপাদন দ্বিগুণ করার উদ্যোগ বাংলার ডেয়ারির অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা কিম জং উনের উত্তর কোরিয়ায় প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করায় বেলঘরিয়ায় শিক্ষককে বেধড়ক মার, গ্রেফতার ৫

তবে কিমের বোন অবশ্য লি সরকারের এই পুনর্মিলন প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন নিজেও চলতি মাসের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে একে সবচেয়ে সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেছেন। সেইসঙ্গে নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত বৃদ্ধির লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকারও করেন। গত জানুয়ারিতে হাইপারসনিক ওয়ারহেডসহ নতুন একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে দেশটি।

বর্তমানে দেশটি বিশ্বের সবচেয়ে দমনমূলক রাষ্ট্রগুলোর একটি, যেখানে কিম ও তার পরিবারের হাতে গত কয়েক দশক ধরে দেশটির শাসনক্ষমতা কুক্ষিগত হয়ে আছে।

দশকের পর দশক ধরে বিরোধ চলার পরও দুই কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। ফলে মাঝেমধ্যেই দুদেশের মধ্যে উত্তেজনা ছড়াতে দেখা গেছে।